বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) নেতা খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত তিনজন এলাকায় 'বিজেপি কর্মী' বলেই পরিচিত। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির (BJP)। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন।
রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার দুর্গাবাটিতে খুন হন ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি সাধন মণ্ডল। এই ঘটনার পরে সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। যাতে পাঁচজন স্থানীয় বাসিন্দাদের নাম রয়েছে। সকলেই এলাকার বিজেপি কর্মী নামে পরিচিত। তাঁদের মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ।
মৃত সাধন মণ্ডলের পরিবারের সদস্যদের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে। এমনকি এর আগেও সাধনের উপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন - গাড়ির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ, প্রাণ হারাল এক মাধ্যমিক পরীক্ষার্থী