লোকসভা ভোটে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর। প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল। বুধবার বিকেলে ইন্দাস বাজারে প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা। নির্বাচনী প্রচারে কোথায় ফুটবলে শট মারতে দেখা যায়। কোথায় বাচ্চাদের সঙ্গে ব্যাট ঘুরিয়ে ক্রিকেট খেলেন তিনি। দোকানে চপ ভাজতে দেখা যায় তাঁকে।
জনসংযোগ করার পাশাপাশি বিজেপিকে আক্রমণও করেন সুজাতা মন্ডল। তিনি বলেন, "বিগত লোকসভা, বিধানসভা ভুলে যান। এবার ধর্মের জয় হবে, ন্যায়ের জয় হবে।" বিজেপি প্রার্থীকে সৌমিত্র খাঁর কুমন্তব্য নিয়েও আক্রমণ করেন সুজাতা মন্ডল।