আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আর তার ২৪ ঘণ্টা পরই স্বাস্থ্য ভবন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। এতদিন পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্যাথলজি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
এবার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হল একটি ক্যান্টিন কর্তৃপক্ষের তরফে। অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের একটি ক্যান্টিনে টাকা না মিটিয়ে কাকদ্বীপ পালিয়ে গিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস।
এই বিষয়ে ক্যান্টিনের মালিক শেখ মাখন বলেন , ওই চিকিৎসক প্রতিদিন ভালো ভালো খাবার খেতেন, কিনতেন দামী দামী সিগারেট ও মিনারেল ওয়াটার। বোতলবন্দী মিনারেল ওয়াটার ছাড়া খেতেন না তিনি। টাকা চাইলেও টাকা মেটাননি। এমনকি ফোন করে যোগাযোগ করা হলেও বিরূপাক্ষ ফোন ধরেননি । শেখ মাখনের দাবি, মোট ২৩ হাজার ৮০০ টাকা বাকি রয়েছে তাঁর। টাকা আদায়ে তিনি আইনের পথে যাবেন বলেও জানিয়েছেন।
বুধবার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছিলেন বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়ারা। একাধিকবার দাদাগিরির অভিযোগ রয়েছে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। ২০২৩ সালের আগস্ট মাসে তাঁর ট্রান্সফার অর্ডার হয়েছিল। কিন্তু সম্প্রতি তার একটি অডিও কল ভাইরাল হয় সমাজের মাধ্যমে যেখানে জুনিয়র চিকিৎসককে থ্রেট দেওয়া হচ্ছে । যদিও ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস নিজের পক্ষে সাফাই দিয়েছিলেন। জানিয়েছিলেন যে সেই অডিও তার নয়।