দল বিরোধী কাজ করার অভিযোগে বীরভূমে ফের ১৪ জন কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। এর আগে রবিবার ৩০ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল একই কারণে। বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এবিষয়ে জানান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলেন তাঁরা। সেকারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হবেন সেই তালিকা ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছে। এবং সেই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু অনেকেই সেই তালিকা মেনে না নিয়ে নির্দল হিসেবে প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন।
দলের তরফে ঠিক করে দেওয়া প্রার্থীকে কেউ না মেনে নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বীরভূম জেলায় একাধিক পঞ্চায়েতে নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছিলেন বিক্ষুব্ধ TMC কর্মীরা।
বিধায়ক অভিজিৎ সিনহা জানিয়েছেন, বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বারবার সতর্ক করা হলেও মনোনয়ন তোলেননি। সেই কারণে দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগেও ২৫ জুন একই অভিযোগে ৩০ জনকে সাসপেন্ড করা হয়েছিল।