কর্মীর বাড়িতে 'ভাতের থালা' ছেড়ে উঠে যাওয়ার বিতর্কে মুখ খুললেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গত ১৪ বছর ধরে তিনি দলীয় কর্মীদের বাড়িতেই খেয়ে অভ্যস্ত বলে জানান শতাব্দী৷ তৃণমূল সাংসদের যুক্তিতে সায় দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর ভাষায় বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।
Air India Incident: অভিযুক্ত শঙ্কর মিশ্রর দাবির বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিযোগকারী মহিলা
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দিদির দূত কর্মসূচি শুরু করেছে তৃণমূল। গ্রামে গ্রামে গিয়ে মানুষের শুনবেন তৃণমূলের দলনেত্রীরা। এই কর্মসূচীতেই শুক্রবার যোগ দিয়েছিলেন বীরভূমের দলনেত্রী শতাব্দী রায়। সেখানেই কর্মীর বাড়িতে শতাব্দীর খাবার ছেড়ে উঠে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। অবশেষে জবাব দিলেন সাংসদ।