ভালবাসার সপ্তাহে তৈরি হল প্রেমের নতুন দিগন্ত। ফের আরও একবার প্রমাণ হল সেই চিরাচরিত সত্য- প্রকৃত ভালবাসা থাকলে কোনও বাধাই শেষমেশ বাধা হয়ে দাঁড়াতে পারে না। বীরভূমের করিধ্যার যুবক বাসুদেব চক্রবর্তী। 'বাসু' নামেই পরিচিত এলাকায়। স্ত্রী'র সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল প্রায় এক দশক আগে। এবার জীবনসঙ্গী হিসেবে অপর এক পুরুষকে বাছলেন তিনি। দুই যুবকের বিয়ের পর তাঁদের দুজনকে বরণ করার অপেক্ষায় বীরভূমের করিধ্যার সেনপাড়ার বাসিন্দারা। চাঁদা তুলে আয়োজন করা হচ্ছে প্রীতিভোজেরও।
বুধবার রাতে সিউড়ির আত্মীয় ও প্রতিবেশীদের ভিডিও কলে রেখে হাওড়ার বাসিন্দা অমিত মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৩৭ বছরের বাসুদেব। এই বিয়ের ঘটনায় প্রাথমিকভাবে হকচকিয়ে গেলেও তারপরই দুই যুবককে ঘটা করে বরণ করার প্রস্তুতি শুরু হয়েছে এলাকায়। ছোট থেকেই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক হওয়ায় সকলের প্রিয় 'বাসু'-র এই বিয়েতে খুশি এলাকার মানুষ। যদিও, নিজে একজন পুরুষ হয়ে আর এক পুরুষকে বিয়ে করায় তাঁর প্রতিবেশীদের কেউ কেউ খুব একটা খুশি যে নন, তাও স্পষ্ট করে দিয়েছেন।
তবে, এই সবকিছু পেরিয়েও আসলে জয় হয়েছে সেই ভালবাসারই। ভালবাসার সপ্তাহে দুই পুরুষ হাতে হাত রেখে দৃষ্টান্তস্থাপনের মাধ্যমে করলেন নিজেদের জন্য নতুন দিগন্ত তৈরির অঙ্গীকার।