প্রথমে বিজেপির হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের দুবরাজপুরের পঞ্চায়েত সমিতির ভোটে জয়লাভ করলেন। তারপরই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দলের প্রতীকে জেতা প্রার্থী লক্ষ্মী মুর্মুর কীর্তিতে কার্যত বিস্মিত জেলা বিজেপি'র নেতৃত্ব। জিতেই দল পরিবর্তন করায় বিজয়ী প্রার্থী বললেন, তাঁকে নাকি ভুল বুঝিয়ে প্রার্থী করেছিল বিজেপি।
উল্লেখ্য, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল, বিজেপি এবং সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দেন। কিন্তু তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। এর ফলে লড়াই দাঁড়ায় বিজেপি এবং সিপিএমের মধ্যে। কিন্তু মঙ্গলবার সিপিএম প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দিতায় জয় পান বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। তাঁর পুত্র কার্তিক মুর্মুও তৃণমূলের কর্মী এবং সমর্থক।
এর ফলে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। আর ২৩টি আসনে ভোট হবে।