কেউ খোঁজ রাখেনি। অনুব্রত মণ্ডল জেলে, দলের উচ্চ নেতৃত্বরাও তাঁর খবর রাখেন না। দলে কার্যত ব্রাত্য বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি বিপ্লব ওঝা (Biplab Ojha)। এবার একরাশ ক্ষোভ অভিমান নিয়ে দল ছাড়লেন বিপ্লব ওঝা৷ মঙ্গলবার তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন তিনি।
এদিকে মঙ্গলবার নলহাটিতে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এইদিনেই এমন সিদ্ধান্ত। সুতরাং, বিপ্লবের বিজেপিযোগের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বীরভূমে নেই কেষ্ট, এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না বিজেপিও। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলায় নিজেদের জায়গা পাকা করতে চাইছে গেরুয়া শিবির। তারমধ্যেই বিপ্লব ওঝার দলত্যাগ। রাজনৈতিক মহলের