ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট আসনে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন বিপ্লব মিত্র। বুধবার থেকে ঢাক ঢোল সহযোগে নিজের এলাকায় শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচার।
বিপ্লব মিত্রর রাজনৈতিক পরিচয়
দীর্ঘদিন ধরে জেলা সভাপতির দায়িত্বে ছিলেন ছিলেন বিপ্লব মিত্র। যদিও মাঝে প্রায় ২ মাসের জন্য BJP-তে যোগ দিয়েছিলেন। তারপর ফের তিনি তৃণমূলে ফিরে আসেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হরিরামপুর থেকে জিতেছিলেন তিনি। তাঁকে মন্ত্রীত্বও দেওয়া হয়েছে।
রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও মঙ্গলবার রাত পর্যন্ত তিনি কলকাতার বাড়িতেই ছিলেন। এরপর বুধবার সকালে তিনি গঙ্গারামপুরের নিজের বাড়িতে পৌঁছন। সেসময় ঢাক, ঢোল পিটিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।