রাজ্যে কয়লা পাচার তদন্ত মামলায় মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন পেলেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। এদিন তাঁকে জামিন দিয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। এরআগে, কলকাতা হাই কোর্ট থেকেও তাঁকে জামিন দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশকে চারদিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ ছিল। মঙ্গলবার ছিল শেষ দিন। বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশের জামিন মঞ্জুর করেছেন।
সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে গত ১০ এপ্রিল নির্দেশ দিয়েছিল, বিকাশকে চার দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে থাকতে হবে। কারণ শীর্ষ আদালতের কাছে কেন্দ্রীয় সংস্থা দাবি করেছিল, কয়েক দিনের জন্য বিকাশকে যদি হেফাজতে পাওয়া যায়, তবে কয়লা পাচারকাণ্ডের তদন্তে তাদের সুবিধা হবে।
গত ১২ মে আসানসোলের সিবিআই আদালত বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। হেফাজতের মেয়াদ শেষে তাঁকে মঙ্গলবার আদালতে তো