তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পর এবার বিমান বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিচারব্যবস্থার অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার স্পিকার। শুক্রবার বিধানসভায় অম্বেডকরের জন্মদিবস কর্মসূচিতে এসে তিনি জানান, ‘‘আদালত যদি মনে করে আমরা সব ব্যাপারে সুপ্রিম, তা গণতন্ত্রের পক্ষে ভাল হবে না।’’ বিমান আরও জানান, বর্তমানে টিভি, সংবাদপত্র খুললেই সব ব্যাপারে আদালতের হস্তক্ষেপের কথা উঠে আসে। তার প্রেক্ষিতেই তাঁর এই মন্তব্য বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার।
উল্লেখ্য, কুন্তল ঘোষ জানান তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে চাপ দিচ্ছে ইডি। এরপরই কুন্তলের চিঠির প্রেক্ষিতে ইডিকে প্রয়োজন অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে লেখা ওই চিঠি নিয়ে অভিষেক এবং কুন্তলকে প্রয়োজনে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে পারবে ইডি এবং সিবিআই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রায়দানের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেছেন একের পর এক তৃণমূল নেতা।