বিমল গুরুং ও কেন্দ্রীয় মন্ত্রীর জন বার্লার বৈঠক নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। শুক্রবার বিকেলে জন বার্লার বাড়িতে আসেন বিমল গুরুং। একপ্রস্থ বৈঠকও সারেন দুজনে। কী নিয়ে কথা হয়েছে, তা যদিও জানা যায়নি।
শুক্রবার বিকেলে আচমকাই বানারহাটে লক্ষ্মীপাড়া চা-বাগানে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে যান গুরুং। প্রায় ঘণ্টা তিনেক সেখানে ছিলেন তিনি। এই বৈঠককে ঘিরেই জল্পনা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতারাও ওই বৈঠকে ছিলেন।
গত কয়েকমাস ধরেই পাহাড়ে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। তৃণমূল থেকে বেরিয়ে এসেছেন বিনয় তামাং। এদিকে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন। এবার জন বার্লার সঙ্গে দেখা করলেন বিমল গুরুং।