"জাতির জন্য নিজের জীবন আহুতি দিয়েছি আগেও। আমার সবকিছু চলে গিয়েছে এই গোর্খা জাতির জন্য। এখন কেবল অবশিষ্ট রয়েছে প্রাণটুকু। সেটাও এবার লুটিয়ে দেব আমরণ অনশনে।" বুধবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নির্বাচনের বিরোধিতা করে আমরণ অনশনে (Hunger strike) বসে এই কথা বললেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং (Bimal Gurung)। অনশনে বসে তিনি আরও বলেন, "রাজ্য সরকারকে যে দস্তাবেজ দিয়েছিলাম, তা নিয়ে রাজ্য সরকার কিছুই জানায়নি। এই জিটিএ নির্বাচন আমরা মানছি না। আমাদের দল জিটিএ নির্বাচনে অংশ নেবে না। ৩৯৬ মৌজার যে প্রস্তাব আমরা দিয়েছিলাম তারও ঠিকঠাক উত্তর পাওয়া যায়নি। কেন্দ্র একাধিকবার রাজনৈতিক সমাধানের কথা বললেও সেইসব কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই বলেছিলেন, আমরা রাজনৈতিক সমাধান করব। আমরা রাজ্যের ওপরই ভরসা রাখছি, কেন্দ্রের উপর আমাদের আর কোনও ভরসা অবশিষ্ট নেই।"
আরও পড়ুন: নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়, শুরু জিজ্ঞাসাবাদ
প্রসঙ্গত, বিমল গুরুং আমরণ অনশনের (Hunger strike) হুমকি দিয়েছিলেন আগেই। জিটিএ নির্বাচনের (GTA Election) বিরোধিতায় আগেই অনশনে বসেছেন দলীয় কর্মীরা । এবার অনশনে বসলেন বিমল গুরুং (Bimal Gurung) স্বয়ং।।
জিটিএ (GTA) নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা । পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে এখনও তাঁরা অনড় । কারণ, বিমল গুরঙের মতে এটাই পাহাড়ের স্থায়ী সমাধান । তাঁদের অন্যান্য দাবিও ছিল । গুরুং আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাঁদের দাবি না মানলে, পাহাড়ের রাজনৈতিক সমাধান না করে জিটিএ নির্বাচন করলে, তাঁরা অনশনে বসবেন । দার্জিলিং চৌরাস্তার মোড়ে অনশনে বসার হুমকি দিয়েছিলেন বিমলরা (Bimal Gurung) । সেইমতো সোমবার বুদ্ধপূর্ণিমার দিন চৌরাস্তায় অনশনে বসার পরিকল্পনা ছিল তাঁদের । কিন্তু, সেই কর্মসূচির অনুমতি পাননি তাঁরা । এর পর সিংমারিতে দলীয় কার্যালয়েই রিলে অনশনে বসেন মোর্চার কর্মীরা । তাতে নেতৃত্ব দেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।