পুজোর দিনে দুর্ঘটনায় মৃত্যু এক গৃহবধূর। মাত্র চার মাস আগে বিয়ে হয় দম্পতির। বাইক দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন ডাকবাংলার জামিয়া কাটান এলাকায়। মৃত গৃহবধূর নাম আসমিন বিবি। বয়স ১৮।
পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূর বাপের বাড়ি ফরাক্কা থানার জোরপুকুরিয়া এলাকায়। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার যুবক ইয়াসিন হামিদের সঙ্গে সদ্য বিয়ে হয় তাঁর। ধুলিয়ানে দিদির বাড়ি যাচ্ছিলেন ওই যুবতী। জামিয়ানগর এলাকায় একটি লরির ধাক্কায় বাইকের পিছন থেকে ছিটকে পড়ে ওই নবদম্পতি। শামসেরগঞ্জ অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা সেখানেই ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পরিবার সূত্রে খবর, চার মাস আগে বিয়ে হয়েছিল তাঁদের। বাপের বাড়িতে আসছিলেন ওই গৃহবধূ। তাঁর এক আত্মীয় জানান, "দুজনেই বাইকে আসছিল। বোনটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। বড় গাড়ি ধাক্কা মেরেছে।"