রবিবাসরীয় দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের খবর চাউর হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি সরগরম তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনায়। বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, তমলুক থেকে বিজেপির হয়ে লোকসভা ভোটের প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Abhijit Ganguly : দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, বাকি কথা মঙ্গলবার, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
এই প্রসঙ্গে বিচারপতির ‘গুরু’ বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যের মত কী? এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশবাবু জানান , কোনও জল্পনাকে তিনি গুরুত্ব দিতে চাইছেন না। বদলে তাঁর বিশ্বাস, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন না।