নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল পশ্চিমবঙ্গে প্রাক্তন বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের (kailash vijayvargiya )। কারণ রাজ্যের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল (Tapas Mondal), কুন্তল ঘোষরা (Kuntal Ghosh) তাঁর 'ঘনিষ্ঠ' বিভাস অধিকারীর হাত ধরে বাঁচতে চাইছেন। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর থেকে।
রাজ্যের নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েকবার নাম উঠে এসেছে বিভাস অধিকারীর। আবার চাপাও পড়ে গিয়েছে। এমনকি ধৃত তাপস মণ্ডল জানিয়েছিলেন, এই বিভাস অধিকারীর কথাতেই তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থায় টাকা রেখেছিলেন। এমনকি ধৃত যুবনেতা কুন্তল ঘোষের মুখেও উঠে এসেছে তাঁর নাম।
আরও পড়ুন- কোন পথে রাজ্যের শিক্ষা, রাজভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে ব্রাত্য
সেই প্রসঙ্গেই সম্প্রতি বিভাস অধিকারীকে বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে ‘ভাল সম্পর্ক’ রয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে প্রাক্তন বিজেপি পর্যবেক্ষক কৈলাসের। যার সুযোগ নিয়ে বাঁচতে চাইছেন ধৃতরা।