ওড়িশার হাসপাতালে মৃত্যু হল এগারা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগের। শুক্রবার ভোরে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। গত মঙ্গলবারের বিক্ষোরণে ভানুর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেই হাসপাতাল থেকে দাবি করা হয়েছিল। পোড়া অবস্থাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
কটকের রুদ্র হাসপাতাল থেকে জানানো হয়েছে রাত ২টো নাগাদ মৃত্যু হয় ভানু বাগের। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভানুর দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্যপুলিশ।
পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপো— তিনজনকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল।