দেশজুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা । ভাই-বোনের উৎসবে সামিল হয়েছেন আসানসোল সংশোধনাগারের বন্দীরাও । শাঁখ,উলুধ্বনিতে দাদা-ভাইদের দীর্ঘায়ু কামনা করলেন তাঁদের বোনেরা । ভাইফোঁটার দিনে এক অন্যরকম ছবি দেখা গেল আসানসোল সংশোধনাগারে ।
জানা গিয়েছে, বিভিন্ন মামলায় জেলবন্দী কারও ভাই, কারও দাদা । ভাইফোঁটার দিন সেইসব জেলবন্দী দাদা-ভাইকে ফোঁটা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁদের দিদি-বোনেরা । জেল কর্তৃপক্ষ সেই আবেদন রেখেছে । এদিন, ভাইফোঁটা দেওয়ার দাদাদের হাতে উপহার তুলে দেন বোনেরা । লুচি, তরকারি, মিষ্টি সহযোগে খাওয়া-দাওয়া হল জমিয়ে ।
ওঁরা আসামী । জেলবন্দী । কোনও উৎসব-আনন্দে সামিল হতে পারেন না । উৎসবের দিনগুলিতে অন্ধকার কুঠুরিতেই কাটে জীবন । আজ ভাইফোঁটা । 'আসামী'-র তকমায় জীবন কাটানো সেই দাদা-ভাইদের জীবনে একটু আলো এনে দিলেন তাঁদের বোন-দিদিরা ।