বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ তদন্তে সামনে এল নয় তথ্য। দু'জন নয় তিন জন আইএস জঙ্গি এসেছিল কলকাতায়। অভিযোগ, তৃতীয় এই জঙ্গি মোজাম্মেল শেরিফই টাকা পয়সা এমনকি বিস্ফোরণের রসদ দিয়ে সাহায্য করেছিল ধৃত দুই জঙ্গিকে।
জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে আইএস জঙ্গি মোজাম্মেল শেরিফ কলকাতায় আসে। অভিযোগ, ধর্মতলা অঞ্চলে ধৃত দুই জঙ্গির সঙ্গে দেখা করে। প্রত্যেকের খরচ চালায় ওই জেহাদি। এমনকি পরবর্তীতে আরও নাশকতামূলক পরিকল্পনার জন্য এক লক্ষ টাকাও দেয় মোজাম্মেল শেরিফ।
আরও পড়ুন - সন্দেশখালিতে শেষ কথা তিনিই, জেরায় স্বীকার শাহজাহানের, আদালতে দাবি ইডির
এই মোজাম্মেল শরিফকে ২৭ মার্চ এনআইএ গ্রেফতার করে। তাকে জেরা করেই কলকাতা থেকে আবদুল মতিন ও মুসাভির হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দারা।