তৃতীয় গ্র্যামি পুরস্কার (Grammy Award 2023) জিতলেন ভারতের রিকি কেজ (Ricky Kej)। তাঁর অ্যালবাম 'ডিভাইন টাইডস'(Divine Tides)-এর জন্য তিনি এই পুরস্কার পেলেন।
তিনি আইকনিক ব্রিটিশ রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন।
Sidharth-Kiara Wedding : ৬ ফেব্রুয়ারি হচ্ছে না বিয়ে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা ?
গ্র্যামি জিতে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রিকি। এর আগে প্রথমবার ২০১৫ সালে, দ্বিতিয়বার ২০২২-এ গ্র্যামি জিতেছেন রিকি কেজ।