আজ বাংলা নববর্ষ (Bengali New Year 2022) । বৈশাখ মাসের প্রথম দিন । রাজ্যজুড়ে চলছে পয়লা বৈশাখের উদযাপন (Bengali New Year Celebration) । বছরের প্রথম দিন হালখাতার জন্য সকাল থেকেই মন্দিরগুলোতে ভিড় । প্রভাতফেরি বেরিয়েছে কলকাতার বিভিন্ন অংশে । কোথাও আবার মঙ্গল শোভাযাত্রা । এদিন, আবার বার পুজো হল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের । রাজ্যজুড়ে, পয়লা বৈশাখের সকালের চিত্রটা কেমন ছিল দেখে নেওয়া যাক...
দক্ষিণেশ্বরে হালখাতা
দক্ষিণশ্বর মন্দিরে (Dakhineswar Temple) সকাল থেকে ভক্তদের লাইন । ব্যবসার নতুন খাতা বা হালাখাতা পুজো দিতে এসেছেন ব্যবসায়ীরা । কেউ আবার বছরের প্রথমদিনটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছেন ।
উত্তরে প্রভাতফেরি
প্রভাতফেরির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল উল্টোডাঙ্গার অধিবাসীবৃন্দ । এদিন, সকালে কলকাতা পুরসভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউতের উদ্যোগে প্রভাতফেরির আয়োজন করা হয় । উল্টোডাঙ্গা দাসপাড়া ময়দান এলাকা থেকে প্রভাত ফেরিবের হয় । শোভাযাত্রার মাধ্যমে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয় । রণপা থেকে হাতে টানা রিক্সা, ঢাক ঢোল কোনওটাই বাদ ছিল না । ঢাকের তালেই চলল নাচ ।
আরও পড়ুন, Ranbir-alia Kolkata wedding: ঘিয়ে পাঞ্জাবি-লাল বেনারসিতে বাঙালি সাজে রণবীর-আলিয়া, ব্যাপারখানা কী?
দক্ষিণে মঙ্গল শোভাযাত্রা
পয়লা বৈশাখ উপলক্ষে দক্ষিণ কলকাতার যাদবপুরে মঙ্গল শোভাযাত্রা । যাদবপুরের এইটবি বাস্টস্ট্যান্ড থেকে শুরু করে যোধপুর পার্ক পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন তাঁরা । এই শোভযাত্রার নেতৃত্বে ছিলেন মহিলারা ।
মোহনবাগানে বারপুজো
চিরাচরিত প্রথা মেনে নববর্ষের প্রথম দিনেই মোহনবাগানে হল বারপুজো । বারপুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত-সহ বিশিষ্টরা । হাজির ছিলেন প্রবীর দাস-সহ হাতে গোনা কয়েকজন ফুটবলারও ।