বাংলা সাহিত্যের জগতে আবারও নক্ষত্র পতন। চলে গেলেন 'পাণ্ডব গোয়েন্দা'র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, স্ট্রোক হয়েছিল তাঁর। হাওড়ার একটি নার্সিং হোমে চিকিৎসারত ছিলেন তিনি।
পাণ্ডব গোয়েন্দা বাঙালির কাছে এক আবেগ। বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চুর সঙ্গেই কেটেছে কত শিশু কিশোরের শৈশব। ছোটবেলা থেকেই লেখক নিজেও ছিলেন অ্যাডভেঞ্ষচার প্রিয়।
ষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে ২০১৭ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য বাংলা আকাদেমি সম্মানে ভূষিত ক।রেছিল পশ্চিমবঙ্গ সরকার।