সিকিম বিপর্যয়ে (Sikkim Flash Flood) শহীদ হলেন বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বর থানার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের নান্দুলিয়া গ্রামের গোপাল মাড্ডি। বয়স ২৮ বছর। গোপাল ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেন ।
গত মঙ্গলবারও তাঁর স্ত্রী মাম্পি- মাড্ডি সঙ্গে কথা হয়। জানান, কালী পুজোয় বাড়ি ফিরবেন তিনি। সিকিম বিপর্যয়ের পর বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁর স্ত্রী মাম্পি মাড্ডিক দফতর থেকে ফোনে জানানো হয় গোপাল শহীদ হয়েছেন। শনিবার গোপালের মরদেহ গ্রামে পৌছাবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন - বাংলাদেশের দিকে নিম্নচাপ, মেঘ সরিয়ে মিলল রোদের দেখা, আর কী জানাল হাওয়া অফিস ?
অন্যদিকে, তিস্তার হড়পা বানে বেশ কয়েকটি দেহ ভেসে পৌঁছে গিয়েছে বাংলাদেশে। দেহগুলি দেখতে পান বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে শুক্রবার রাতে ভেসে আসা দুটি দেহ হস্তান্তর করা হল ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে। উপস্থিত ছিল দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশ।