বাইকে চেপে লাদাখ পাড়ি দিয়েছিলেন মধ্যমগ্রামের যুবক সুখেন্দু মণ্ডল। আর সেই বাইক ট্রিপই তাঁর জীবনে ডেকে আনল বিপদ। সোমবার সন্ধ্যায় জানা যায়, লাদাখ যাওয়ার পথে মৃত্যু হয়েছে বাবা-মায়ের একমাত্র ছেলে সুখেন্দুর।
স্বচ্ছল পরিবারের সন্তান সুখেন্দু মণ্ডলের ছোট থেকেই দামি বাইকের শখ। উচ্চমাধ্যমিক মিটতেই ছেলের জোড়াজুড়িতে বাধ্য হয়েই বাইক কিনে দেন কেন্দ্রীয় সরকারি চাকুরে বাবা। মৃতের বাবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত। মধ্যমগ্রামের বাড়িতে মায়ের সঙ্গেই থাকত সুখেন্দু।
আরও পড়ুন- Hooghly Rail Strike: সোমের পর মঙ্গলেও যাত্রী ভোগান্তি অব্যাহত, ফের খন্যানে রেল অবরোধ স্থানীয়দের
প্রতিবেশীদের দাবি, বাইক পেয়ে সেটাই হয়ে ওঠে সুখেন্দুর ধ্যানজ্ঞান। বাইক নিয়ে মাঝে মাঝেই বন্ধুদের সঙ্গে কলকাতায় চলে আসত সে। সেভাবেই এবার লাদাখ যাওয়ার ভাবনা মাথায় আসে তার। তবে এবার সে একা যাওয়ার কথা মনস্থির করে। ৩০ অগাস্ট মধ্যমগ্রাম থেকে রওনা দেয় সুখেন্দু। সোমবার লে থানা থেকে জানানো হয়, লাদাখ যাওয়ার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এই কলেজ পড়ুয়ার।