সিউড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 'দিদি ও ভাইপো-র 'দাদাগিরি' আর বাংলায় চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহ । সেইসঙ্গে সভা থেকে তাঁর চ্যালেঞ্জ, "মমতাদিদি যতই স্বপ্ন দেখুন তাঁর পরে ভাইপো মুখ্যমন্ত্রী হবেন । কিন্তু তা হবে না । রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন ।" সেইসঙ্গে ভবিষ্যদবাণী করে গেলেন শাহ । তাঁর কথায়, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে ।
এদিন, লোকসভা ভোটে আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। শুক্রবার তিনি জানান, বাংলা থেকে ৩৫টি আসন পেলেই মেয়াদ শেষের আগেই তৃণমূল সরকারকে ধসিয়ে দেবে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি বাংলার ক্ষমতায় এলে অনুপ্রবেশজনিত সমস্ত সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেন শাহ । শাহ বলেন, “যা করার করে নিন দিদি আর ভাইপো, আমরা দুর্নীতি বন্ধ করে ছাড়ব। "
আরও পড়ুন, Amit Shah : 'আমাদের নেতা' শুভেন্দু, দিদির 'দাদাগিরি'-র বিরুদ্ধে লড়াই করছেন, সিউড়িতে বললেন শাহ
এদিন শুভেন্দুর প্রশংসাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী । দিদির 'দাদাগিরি'-র বিরুদ্ধে লড়াইয়ের মুখ যে শুভেন্দু, তা তাঁর বক্তব্যে এদিন স্পষ্ট হয়ে গিয়েছে । সিউড়ির জনসভা থেকে শুভেন্দুকে 'আমাদের নেতা' নেতা বলে সম্বোধন করে শাহ বলেন, "বাংলার বিধানসভায় আমাদের বিধায়কের সঙ্গে আমাদের নেতা শুভেন্দু অধিকারীজি দিদির এই দাদাগিরি-র সামনে দু হাত দিয়ে লড়াইয়ের কাজ করছেন । দিদির ভ্রষ্টাচারকে সামনে আনার কাজ করছে ।"