ফের নির্বাচনের বলি মুর্শিদাবাদের আরও এক তৃণমূল কর্মী। হিংসা থামার নাম করছে না মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণ গিয়েছে তৃণমূল কর্মীর। এই নিয়ে ওই জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭। ভোটের আগের রাতে বোমাবাজির অভিযোগ জেলায়।
Bengal Panchayet Election: বাহিনী ও পুলিশের যৌথ নিরাপত্তায় রাজ্যে শুরু হল পঞ্চায়েত ভোট
এদিকে, বেলডাঙায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে নিহত বাবর আলি। যিনি তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন বলেই শাসক দলের দাবি। এই ঘটনায় জখম আরও এক কংগ্রেস সমর্থক। রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম। এখানে ভোট কর্মীদের সামনেই সংঘর্ষ হয় তৃণমূল এবং সিপিএমের। ঘটনায় দুই প্রার্থী-সহ জখম পাঁচ। এরমধ্যে দু জনের অবস্থা গুরুতর। এরমধ্যে নদিয়া থেকে অভিযোগ ভোটের আগের রাতেই বুথ দখলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।