জোড়া দুর্ঘটনা রাজ্যে। কুয়াশায় ঢাকা চারিদিক, ভালো করে দেখা যায় না কিছুই এই পরিস্থিতিতেই মঙ্গলবার বাংলা-ওড়িশা সীমানায় ৬০ নম্বর জাতীয় সরকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের গায়ে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। রোগী নিয়ে ভুবনেশ্বর এইমস থেকে ফিরছিল অ্যাম্বুলেন্সটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় রোগীর, তারা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ঘটনায় আহত চালক সহ মোট ৬ জন।
এদিকে, মঙ্গলবার এই কুয়াশার জেরে আরও একটি দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের গাড়ি চালাতে সমস্যা হয়। মুর্শিদাবাদের দৌলতবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় চালকের। ঘটনায় আহত নয়জন বাসযাত্রী। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।