এবার স্কুল(School) খোলার চিন্তাভাবনা শুরু করল রাজ্য স্কুলশিক্ষা দফতর(West Bengal School Education Department)। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। পড়ুয়াদের(Students) স্বাস্থ্যের বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরের(Health Department) সঙ্গে আলোচনা করে মতামত দেবে বিশেষজ্ঞ কমিটি(Expert Committee)।
এদিকে আগামী সোমবার থেকেই মহারাষ্ট্র(Maharastra) এবং মুম্বাইয়ের(Mumbai) সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। তাই স্কুল খোলা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার(West Bengal Govt.)। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে আওয়াজ উঠছে বিভিন্ন মহল থেকে। মাঝে অতিমারির প্রকোপ একটু কমায় অল্প সময়ের জন্য খুলেছিল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। কিন্তু আবার করোনার(Coronavirus) বাড়বাড়ন্তে বন্ধ হয়েছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।
আরও পড়ুন- West Bengal Weather Update: মাঘের কলকাতায় অকাল বর্ষণ, সকাল থেকে বৃষ্টি শহরে
সম্প্রতি #openschoolcollegeuniversities সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করে। বিভিন্ন জায়গায় রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সই সংগ্রহ অভিযান হয়। রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজ্যের কাছে স্কুল-কলেজ(School-Colleges of West Bengal) খোলার পক্ষে দাবিও জানানো হয়। এবার করোনা(Coronavirus) পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুন- Blast in North Dinajpur: ওষুধের পার্সেল খুলতেই বিস্ফোরণ, উত্তর দিনাজপুরের হেমতাবাদে জখম ৪ জন