পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎগঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দারস্থ রাজ্য সরকার। সোমবারই মামলাটি শুনবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
রাজ্য সরকারের একের পর এক দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে যাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষক-অশিক্ষক দুর্নীতির পর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অয়ন শীলের বাড়ি থেকে নথি উদ্ধার হতেই পুরসভায় দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- New Zealand Earthquake : নিউ জিল্যান্ডে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.২, জারি সুনামি সতর্কতা