দু'জনেই টলিউডের অভিনেতা । আবার রাজনীতির রংও এক । কিন্তু, গত কয়েকদিন ধরে তরজায় জড়িয়ে পড়েছেন দু'জনে । একজন হলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আর আরেকজন বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ । প্রসঙ্গ ? টলিউডের সঙ্গে দুর্নীতির যোগ । হিরণের অভিযোগ, দুর্নীতির চোরেদের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত রুদ্রনীল । কারণ, চোরেদের সিনেমায় অভিনয় করেছেন তিনি । ছেড়ে কথা বলেননি রুদ্রও । তাঁর কথায়, টলিউডে হিরণ দীর্ঘদিন কাজ করেন না । তাই সবটা তিনি জানেন না । আর দু'জনের এই তরজায় রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি ।
হিরণের একটি মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত । পুরুলিয়ার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে রুদ্রনীল প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রুদ্রনীল যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁদের ছবিতেই কাজ করছেন । কিন্তু, ওঁরা তো চোর । চোরদের প্রযোজিত সিনেমায় অভিনয় করছেন রুদ্রনীল । সেক্ষেত্রে তো প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে এই চোরেদের সঙ্গে যুক্ত রুদ্রনীল । হিরণ এও বলেন, অভিনয় তাঁদের পেশা । তাই দিয়েই পেট চলে । তাই কে চোর, কে চোর নয় অত বাছবিছার করে সিনেমা করা যায় না । কারণ পেটের দায়ে তো অভিনয় করতেই হবে ।
পাল্টা রুদ্রনীলের বক্তব্য, হিরণ এখন সম্পূর্ণ ভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে । টলিউডে দীর্ঘদিন নেই । তাই উনি টলিউড সম্পর্কে অনেকটা জানলেও সবটা হয়তো জানেন না। এরপরই রুদ্রনীল প্রশ্ন তোলেন, 'যাঁদের উনি চোর বলছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করছেন না কেন? ইডি-সিবিআই-কে কেন জানানো হচ্ছে না ? তাঁদের মতো অভিনেতাদেরই বা কেন সাবধান করছেন না হিরণ ?
হিরণ-রুদ্র বিতর্কে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি । গেরুয়া শিবির বলছে অনভিপ্রেত ঘটনা । এই বিষয়ে কোনও মন্তব্য করতে দল নারাজ ।