করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলছে বেলুড় মঠের (Belur Math) দরজা। আগামী ২৩ ফেব্রুয়ারি ভক্তদের জন্য বেলুড় মঠ খুলবে। তবে মানতে হবে কড়া কোভিড বিধি।
প্রায় দেড় মাস পর বন্ধ ছিল বেলুড় মঠ (Belur Math)। বৃহস্পতিবার মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি (Covid Norms) মেনে ফের ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢোকা যাবে মঠে। তবে এখনই আরতি দর্শন করতে পারবেন না ভক্তরা। বিলি করা হবে না কোনও প্রসাদও।
আরও পড়ুন: Covid in Bengal: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ৪৬৭ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের
গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কারণে এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে ঠিক ছিল, ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। আপাতত করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তাই খুলছে মঠের দরজা।