পুলিশ দেহ পাঠিয়েছিল ময়নাতদন্তের জন্য । কিন্তু, সেই দেহ কাঁটাছেড়া করে ডাক্তারি পড়ুয়াদের ‘এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি’-র পাঠ দেওয়া হল । ময়নাতদন্তের দেহ (Autopsy Body) নিয়ে করা হল কর্মশালা । আর এসবের জন্য পুলিশ ও দেহগুলির পরিবারের কোনও অনুমতিই নেওয়া হয়নি । এমনই গুরুতর অভিযোগ উঠেছে আর জি কর হাসপাতালের (R.G Kar Hospital) বিরুদ্ধে ।
জানা গিয়েছে, ৫ জানুয়ারি পাঁচটি দেহ ময়নাতদন্তের জন্য় আর জি করে পাঠায় পুলিশ । দেহগুলি ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগেই রাখা ছিল । অভিযোগ, সেখান থেকে দেহগুলি ইএনটি-র এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির কর্মশালায় নিয়ে যাওয়া হয় । কীভাবে হয় সার্জারি, তার পাঠ দেওয়া হয় নাক-কান-গলা বিভাগের ডাক্তারি পড়ুয়াদের । পরে ওই দিন বিকেলেই দেহগুলির ময়নাতদন্ত করা হয় । প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ খোদ এর অনুমতি দিয়েছিলেন বলে অভিযোগ । পুলিশকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে ।
আরও পড়ুন, WBCHSE: উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ নয়া নির্দেশিকা সংসদের
পুলিশ বলছে, নিয়ম অনুযায়ী আগে আদালতের অনুমতি নিতে হয়। তাছাড়া, ময়নাতদন্তের আগে এন্ডোস্কোপিক সার্জারি হয়েছে, তারও উল্লেখ থাকতে হবে রিপোর্টে । পরিবারেরও সম্মতি প্রয়োজন । কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেসব কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ ।