এবছরও অনিশ্চিত বিশ্বভারতীর (Visva-Bharati) ঐতিহ্যবাহী বসন্তোৎসব (Basanta Utsav) । দোলের (Dol Yatra) আর মাত্র কয়েকদিন বাকি । কিন্তু, বসন্তোৎসব নিয়ে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু জানানো হয়নি । সেক্ষেত্রে, দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বভারতীর বসন্তোৎসব এবছর আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে ।
করোনা আবহে গত দুবছর শান্তিনিকেতনে (Shantiniketan) বসন্তোৎসব বন্ধ ছিল । বন্ধ ছিল পৌষমেলাও । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এবছর পৌষমেলার অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেক্ষেত্রে, অনেকেই মনে করছেন, বসন্তোৎসবেও অনুমতি দেবে না বিশ্বভারতীয় উপাচার্য ।
দোল মানেই শান্তিনিকেতন, বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসব । সেই টানেই প্রত্যেক বছর দোলে প্রচুর মানুষ ভিড় করেন শান্তিনিকেতনে । রং খেলেন, নাচে-গানে মেতে ওঠেন । কিন্তু, করোনার জন্য দুই বছর ধরে বসন্তোৎসব বন্ধ । সেই জৌলুষ আর নেই । তবে এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, অনেকেই আশা করেছিলেন, ফের বসন্তোৎসবে মেতে উঠবে বিশ্বভারতী । কিন্তু, এই বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।