বারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকানে (Barrackpore Biriyani Shop) এলোপাথাড়ি গুলি ২ দুষ্কৃতীর। ২ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বারাকপুরের ওয়ারলেস গেটের কাছে এক জনপ্রিয় বিরিয়ানির দোকানে ঘটনাটি ঘটেছে। প্রতিদিন দুপুরেই বেশ ভিড় হয় দোকানে। সোমবার বেলা ৩টে নাগাদ আচমকাই বাইকে করে এসে দুই দুষ্কৃতী দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। কিছু বোঝার আগেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দোকানের এক কর্মী ও এক ক্রেতা। ঘটনার আকষ্মিকতার সুযোগ নিয়ে বাইক নিয়ে চম্পট দেয় ২ দুষ্কৃতী।
আরও পড়ুন: লিভ-ইন পার্টনার সাগ্নিক ও ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের
ঘটনার পরই এলাকায় যায় বিরাট পুলিশবাহিনী। খতিয়ে দেখে ঘটনাস্থল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসি ক্যামেরার অনুযায়ী, দুষ্কৃতীরা হেলমেট পরে ছিল, মোট ৩ রাউন্ড গুলি চালায় তারা। কী কারণে ওই বিরিয়ানির দোকানে গুলি চালায় দুষ্কৃতীরা, তা জানা যায়নি। নেপথ্যে ব্যব