স্কুলের ছাত্রীরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না। যদি অ্যাকাউন্ট থাকে তা ডিলিট করতে হবে। অভিযোগ, বারাসতের কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রীদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যে নির্দেশের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তলেছেন নেটিজনরা।
এবার নেটিজেনদের পাল্টা উত্তর দিল বারাসতের ওই স্কুল কর্তৃপক্ষ। স্কুল প্রেসিডেন্ট সোমা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছাত্রীদের উন্নতির স্বার্থেই এই সিদ্ধান্ত। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্তের ভাল দিক না দেখেই সোশ্যাল মিডিয়ায় অযথা কথা বলা হচ্ছে।
আরও পড়ুন - ভরা মার্চে ডিসেম্বরের শীতলতা, বরফের চাদরে ঢাকল সান্দাকফু
এছাড়াও তিনি বলেন, বাবা মায়ের মতো শিক্ষিকাদেরও শাসন করার অধিকার রয়েছে। এই সিদ্ধান্ত ভুল নয়। ইতিমধ্যেই ৫০ জন ডিলিট করে স্ক্রিনশট পাঠিয়েছে। ১৮ বছর হলে ব্যক্তিস্বাধীনতা আসা উচিত।