বাঁকুড়া (Bankura News) জেলার মুকুটে নতুন পালক । কেন্দ্রের তরফে শিক্ষাক্ষেত্রে বিশেষ পুরস্কার পাচ্ছে এই জেলা । ক্লাসরুমে শিক্ষাদানের অভিনব পদ্ধতি উদ্ভাবনের জন্য সমগ্র শিক্ষা মিশনে ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ (Prime Ministers Award) পাচ্ছে বাঁকুড়া । আনন্দে ভাসছে বাঁকুড়াবাসী ।
জানা গিয়েছে, ‘প্রোমোটিং কোয়ালিটি এডুকেশন ইউথ অ্যান্ড ইক্যুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট’ ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছে বাঁকুড়া জেলা । ইতিমধ্যেই বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারের কাছে পুরস্কারপ্রাপ্তির কথা জানিয়েছে কেন্দ্র । জানা গিয়েছে, অঙ্ক, ইংলিশের মতো কিছু বিষয় যাতে ছাত্রছাত্রীদের কাছে আতঙ্কের বিষয় না হয়ে ওঠে, সেই কারণে শিক্ষাদানে অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে বাঁকুড়ার কয়েকটি স্কুল ।
আরও পড়ুন, Retirement Investment: পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, জানুন অবসরের পরে কোথায় টাকা রাখলে লাভবান হবেন
উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশনে দেশের সেরা জেলাগুলিকে পুরস্কার দেওয়া হয় । সেইসঙ্গে তাঁদের সাফল্যের কাহিনিগুলি প্রকাশিত হয় ‘কফি টেবিল বুক’-এ । বাঁকুড়ার সাফল্যের কাহিনিও প্রকাশিত হবে । কেন্দ্রের তরফে ইতিমধ্যে জেলাশাসকের কাছে থেকে ১২০০-১৫০০ শব্দের একটি লেখাও চেয়ে পাঠানো হয়েছে বলে খবর ।