শীতের মরশুমে দাউদাউ করে জ্বলে উঠল শুশুনিয়া (Susunia) পাহাড়। শনিবার দুপুরে পাহাড়ের গায়ের জঙ্গল থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। উদ্বিগ্ন হয়ে পড়েন পর্যটকরাও। খবর দেওয়া হয় বন দফতরে (Forest Department)। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গত দু'বছর করোনা পরিস্থিতিতে সেভাবে ভিড় হয়নি। তবে, চলতি বছর করোনার প্রকোপ কমে যাওয়ায় পর দূরদূরান্ত থেকে পর্যটক আসতে শুরু করেছে। বছরের প্রথম দিন থেকেই শুশুনিয়া পাহাড়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড়।
আরও পড়ুন- রাজাবাগানে মদের আসরে গুলি, আহত ব্যক্তির মৃত্যু
শনিবার হঠাৎ করেই শুশুনিয়া পাহাড়ে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত পর্যটকেরা। কীভাবে আগুন লেগেছে তা নিয়ে দ্বন্দ্বে বন দফতরের কর্মীরাও। তবে, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, প্রতিবছরের মতো এই বছরও শীতকালে জমে থাকা শুকনো পাতার কারণেই আগুন লেগেছে। আগুনের কারণে বন ও বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে।