গত কয়েকদিন ধরেই চলছে প্রেমের সপ্তাহ। হাজারো গৌড়চন্দ্রিকার পর আজ ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন৷ কাছের মানুষটাকে সাজিয়ে গুছিয়ে প্রেম নিবেদনের দিন। কিন্তু মন খারাপ বাঁকুড়ার কোতলপুরের ফুল বিক্রেতাদের। মঙ্গলবার সকাল অবধিও গোলাপের সেভাবে চাহিদা ছিল না বাজারে। বাজারে গোলাপের চড়া দাম, অথচ চাহিদা নেই। কেউ কেউ ঋণ নিয়েও ফুল তুলেছেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, কিন্তু সকাল অবধিও বিক্রি না থাকায় খানিক হতাশ তাঁরা।
বাঁকুড়ার এক ফুল ব্যবসায়ী জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর গোলাপ কেনার হিড়িক কম। একাধিক ফুলের দোকানে ৪০ টাকা ৫০ টাকা থেকে ১০০ টাকা করেও গোলাপ তোলা হয়েছে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে'র সকালেও কার্যত মাছিই মেরেছেন কোতলপুরের ফুল ব্যবসায়ীরা। তবে বিকেল এবং সন্ধ্যার দিকে বিক্রি বাড়বে বলেই আশা তাদের।