কর্মবিরতি তুলে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের নিয়ে এমনই খবর প্রকাশ্যে এসেছিল। সোমবার বাঁকুড়া সম্মলিনী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। জানানো হয়, "বিভিন্ন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম ও কিছু নিউজ মিডিয়াতে আমরা জুনিয়র ডাক্তাররা আলাদা করে কাজ করার জন্য আবেদন জানিয়েছি। "
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, "আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আন্দোলনের শুরু থেকে সিনিয়র ডাক্তাররা আমাদের জরুরি পরিষেবাতে সাহায্য করেছে। আমরা অফিসিয়ালি কোনও কাজে যোগদান করিনি। আমরা রোগী পরিষেবার জন্য, রোগীর স্বার্থে সাহায্য় করেছি। আগেও করেছি, ফের করব। বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে এই আমাদের এই আন্দোলনকে পঙ্গু করার চেষ্টা করবেন না। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে জুনিয়র ডাক্তাররা রাস্তায় পড়ে আছে। আমরা তাদের পাশে আছি।"
গত শনিবার বাঁকুড়া সম্মলিনী মেডিকেল কলেজের সুপার অর্পণকুমার গোস্বামী জানিয়েছিলেন,"জরুরি ও বিভিন্ন বিভাগে পড়ুয়া চিকিৎসকররা ১২ ঘণ্টা কাজ করতে চেয়েছেন। তাঁরা যাতে বহির্বিভাগে কাজ করেন, তার জন্য আমরা আবেদন করেছি। কিন্তু এই নিয়ে তাঁরা সিদ্ধান্ত জানাননি।"