গড়ফায় (Garfa) ফ্ল্যাট থেকে ব্যাঙ্ককর্তার ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় (৪৭)। তিনি শহরের বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন । মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, গভীর রাতে তাঁর সঙ্গে ভিডিও কলে কথা চলাকালীন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রসূনবাবু । তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে (Garfa Death) ।
জানা গিয়েছে, রবিবার রাত ৩টে ৩৫ মিনিট নাগাদ গরফা থানায় ফোন করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অপর্ণা বন্দ্যোপাধ্যায় । প্রসূনবাবুর 'আত্মহত্যা'-র কথা জানান । এর পর গরফার ফ্ল্যাটে পৌঁছন পুলিশ আধিকারিকেরা । দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ । ড্রয়িং রুম থেকে প্রসূনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।
স্ত্রীর দাবি,রাতে ভিডিও কলে কথা বলার সময় তাঁদের মধ্যে বচসা হয় । তখনই আত্মহত্যার হুমকি দিতে থাকেন প্রসূন । একটি সুইসাইড নোটও স্ত্রীর হোয়াট্অ্যাপে পাঠান । এরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি । স্ত্রীর অভিযোগ, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্বামী। পুলিশ সূত্রে খবর, কাজের সূত্রে কলকাতায় একাই থাকতেন প্রসূনবাবু । গুজরাতে মেয়েদের সঙ্গে থাকেন তাঁর স্ত্রী । পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।