নিউটাউন থেকে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ। মৃত ব্যক্তি নাম আনোয়ারুল আজিম আওয়ামি লিগের ৩ বারের সাংসদ। গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার সকালে নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খুন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ ছিলেন আনোয়ারুল আজিম। তিন গত ১২ মে কলকাতায় চিকিৎসার জন্য আসেন। গত ১৬ মে সিঁথি এলাকায় তাঁর বন্ধুর বাড়ি থেকে বেরোন। এরপরই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। আনোয়ারুলের পরিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে যোগাযোগ করেন। এরপরই দিল্লি ও কলকাতার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের দূতাবাস। পুলিশ সূত্রে খবর, তাঁর ফোনের সিমকার্ডের লোকেশন বলছেন, একদিন বিহারে ছিলেন তিনি।
পুলিশের প্রাথমিক অনুমান, সাংসদ আজিমকে খুন করা হয়েছে। পুলিশ এই নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। ঘটনায় তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে আছে আইবি ও এসটিএফ।