পুজো আসছে, পকেটে একটু টান তো পড়বেই। সরকারি কর্মচারীদের অবশ্য চিন্তা নেই, পুজোর আগেই বেতন ঢুকবে অ্যাকাউন্টে। উৎসবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর।
সেপ্টেম্বর মাসের বেতন ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবেন সরকারি কর্মীরা। নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফে।
একইভাবে কালী পুজোর কথা মাথায় রেখে অক্টোবর মাসের বেতন ২১ অক্টোবর-এর মধ্যেই দেওয়া হবে।পেনশন প্রাপকরা সেপ্টেম্বর মাসের পেনশন ২৯ সেপ্টেম্বর এর মধ্যেই পেয়ে যাবেন।
সাধারণত মাসের শুরুতেই বেতন হয় সরকারি কর্মচারীদের। কিন্তু ৩০ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি ও পুজোর কথা মাথায় রেখেই আগেভাগে বেতন দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর।