হাতে বন্দুক উঁচিয়ে ছুটছেন এক যুবক । আর প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন এক নির্দল প্রার্থী । এমনই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর এলাকায় ।
অভিযোগ, নির্দল প্রার্থী অরিজিৎ দাসকে প্রথমে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরপর দুই পক্ষের মধ্যে বচসা চলাকালীনই প্রকাশ্যে অরিজিতের দিকে বন্দুক তাক করেন এক যুবক । সেখান থেকে অরিজিৎ পালানোর চেষ্টা করলে তাঁর পিছু নেন ওই যুবক । গুলিও ছোড়া হয় বলে অভিযোগ । কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয় । কোনওরকমে প্রাণে বাঁচেন ওই প্রার্থী ।
আরও পড়ুন, Election Commission: প্রয়োজনে পুনর্নির্বাচন, জানালেন নির্বাচন কমিশনার
ভোটগ্রহণের দিন সকাল থেকেই একাধিক আশান্তির অভিযোগ এসেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে । রাজ্যের প্রতিটি কোণ থেকে হিংসার এই অভিযোগে কার্যত বিরক্ত কমিশনের আধিকারিকরাও । এরই মধ্যে রাজ্যের পঞ্চায়েত ভোটে বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের ইঙ্গিত দিলেন রাজীব সিনহা। রাজ্যের নির্বাচন কমিশনার দাবি করেছেন, সরকারি ভাবে ভোট শেষ হলে তবেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।