ডিসেম্বরে দিন ঘোষণা নিয়ে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে হাজরার মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করে দলের অন্দরে শুভেন্দু - দিলীপ দ্বন্দ্ব আবারও উস্কে দিলেন বিরোধী দলনেতা।
ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে বড়সড় অঘটন নিয়ে রীতিমত দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা দাবি করেছিলেন, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর মাসের এই তিনটি দিন খুবই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর এই দাবির প্রসঙ্গেই আজ দিল্লিতে দিলীপ বলেছিলেন, ''আজকের দিনটি ইতিহাসে কোন বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হতেই পারে। কিন্তু, রাজনীতির দিক থেকে কোন গুরুত্ব আছে বলে মনে করি না।"
Indo-China clash: লাদাখের পর এবার তাওয়াং-এ! ভারত-চিন সেনার সংঘর্ষে আহত বেশ কয়েকজন জওয়ান
আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু বলেন, "আজকের তারিখ পরিবর্তন হয়ে ১৩ জানুয়ারি হয়েছে। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিমিকে বিশ্বাস করিনা, সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের বিবৃতি দিই না। যা বলে ভেবে বলি। লিখে রাখুন বাংলার বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলে যাবেই।" 'ডিসেম্বর' নিয়ে শুভেন্দুর উলটো সুর শোনা গিয়েছিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায়। এদিন 'মর্নিং ওয়াক' প্রসঙ্গ টেনে তাঁকে খোঁচা দিলেন শুভেন্দু, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।