বেসরকারি হাসপাতালগুলিতে (Private Hospitals) মোটা অঙ্কের বিল নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন (State Health Commission)। রোগী নগদ টাকায় চিকিত্সা করালে কমিশনের অ্যাডভাইসরি মেনে বিল করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। কমিশনের বেঁধে দেওয়া রেটের মধ্যেই রাখতে হবে চিকিত্সার খরচ।
কলকাতার বেসরকারি হাসপাতাল মেডিকার বিরুদ্ধে চিকিত্সা বিল সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমন নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এই নির্দেশিকা মেনেই এবার থেকে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে চিকিৎসায় নগদে বিল মেটানোর ক্ষেত্রে ছাড় দিতে হবে। বিমা ছাড়া বিল করতে হলে সেখানে ছাড় দেওয়া বাধ্যতামূলক। তার জন্য প্রয়োজনে সফটওয়্যার বদলাতে হবে। সফটওয়্যার পরিবর্তনের জন্য ওই হাসপাতালকে এক মাস সময় দিয়েছে কমিশন।
বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিলের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছে,তামিলনাড়ুর ভেলোর ক্রিশিয়ান মেডিক্যাল কলেজের বিলের সঙ্গে তুলনা করে বিচার করে দেখার।