তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Avishek Banerjee) নজিরবিহীন আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
সম্প্রতি অভিষেক জানান, তিনি চান করোনা আবহে মাস দু'য়েকের জন্য মেলা ও নির্বাচন বন্ধ থাকুক। এটি তাঁর ব্যক্তিগত মত। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণের তোপ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোনও ব্যক্তিগত মত থাকতে পারে না। অভিষেক রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছেন। তাঁর কথার সঙ্গে বিজেপির কথার মিল পাওয়া যাচ্ছে।
কল্যাণের দাবি, তৃণমূল দলে একজনই নেত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সকলেই পদাধিকারী। অভিষেকও তাই। শ্রীরামপুরের সাংসদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য, "গোয়া, ত্রিপুরায় সরকার গড়ে দেখিয়ে দিক, অভিষেককে নেতা মেনে নেব।"
১২ জানুয়ারি ডায়মন্ড হারবারে অভিষেকের উদ্যোগে ৫৩ হাজার করোনা পরীক্ষা হয়। 'জাগো বাংলা'য় একে 'ডায়মন্ড হারবার মডেল' বলা হয়েছে। কল্যাণের দাবি, তাঁকে ৫০ হাজার কিট দিলে, তিনি ১২ ঘণ্টায় করোনা পরীক্ষা করাতে পারেন।
গঙ্গাসাগর নিয়ে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকেও কটাক্ষ করেছে কল্যাণ। তাঁর দাবি, কুণাল একসময় মমতার প্রতি কদর্য মন্তব্য করেছে। তাঁর কুণালের সার্টিফিকেট প্রয়োজন নেই।
দল থেকে তাঁকে বহিষ্কার করা হলে তিনি ওকালতি করে মাসে ৮ লক্ষ টাকা রোজগার করবেন বলেও জানান কল্যাণ। তাঁর কটাক্ষ, তিনি ২০১১ সালের আগে থেকে তৃণমূল করেন। পিতৃপরিচয় ভাঙিয়ে দল করেন না।