নতুন বছরেও শান্তি নেই !
ফের লোকালয়ে এসে গরু-ছাগল মেরে পালাল রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। যার জেরে আতঙ্ক তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় (Gosaba)। এর আগে কুলতলি এবং কুমিরমারিতে প্রায় একই ঘটনা ঘটেছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার রাতে বিদ্যার জঙ্গল থেকে বালি আমলা মেথি এলাকায় ঢুকেছিল ওই বাঘ। সেখানে ঢোকার পর তিনটি ছাগল এবং একটি গরু মারে বাঘটি। স্থানীয় বাসিন্দা হাবুল দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় বাঘটি! গোয়ালঘরে ঢুকে গরু এবং ছাগলগুলি মারে । লোকালয় সংলগ্ন এক জঙ্গলে আপাতত আশ্রয় নিয়েছে বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি। কারণ, যাওয়ার আগে নিজের পায়ের ছাপ রেখে গিয়েছে।
ঘটনাস্থালে আছেন বন দফতরের কর্মীরা। এলাকা ঘিরে চলছে বাঘের খোঁজ। বনকর্মীদের অনুমাণ, আশপাশের এই জঙ্গলে ঘাপটি মেরে আছে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল। ফলে এবার গোসাবায় চলছে নতুন রয়্যাল বেঙ্গল রহস্যের সন্ধান।