অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ, সব মিলিয়ে ১০ কোটি! জমা পড়া নগদের উৎস অনুসন্ধানে নেমে বুধবার বীরভূমের একটি বেসরকারি ব্যাঙ্ক সংস্থার এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী দিনেও বেশ কয়েক জন ব্যাঙ্ক আধিকারিককে ডেকে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নথি চাওয়া হবে তাঁদের থেকে।
ব্যাঙ্কে এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল, কারা পাঠাল, তা তদন্ত করে দেখতে বোলপুরের এসেছিলেন তদন্তকারীরা। সিবিআই এর দাবি, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ‘নামে-বেনামে’ সব মিলিয়ে অন্তত ১০ কোটি টাকা জমা পড়েছে। সেই সংক্রান্ত নানা তথ্যই ব্যাঙ্ক কর্মীদের কাছে জানতে চাওয়া হয় বুধবার। সূত্রের খবর, বৃহস্পতিবারও একই কারণে আরও কয়েক জন ব্যাঙ্ককর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে।