আসানসোলে (Asansol accident) পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা কে এ ‘ডিসেম্বর-এর তারিখ নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বঙ্গ রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে, এই হিসেব দিয়ে তিনটি তারিখের ঘোষণা করেছিলেন শুভেন্দু। তার মধ্যে একটি হল ১৪ ডিসেম্বর। সেই দিনেই অর্থাৎ শুভেন্দুর কম্বল বিতরণ কর্মসূচিতে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারপরই পর ডায়মন্ড হারবারের সাংসদ টুইটারে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘‘২১ ডিসেম্বর এর চেয়েও খারাপ কিছু ঘটবে না তো?’
ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১— এই ৩টি তারিখের দিকে নজর রাখার কথা বিগত বেশ কয়েক দিন ধরেই বলে আসছিলেন শুভেন্দু। ওই দিনগুলিতে রাজ্যে বড় কিছু ঘটতে পারে বলে জানিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে, গত ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে সিবিআই হেফাজতে থাকা লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ১৪ তারিখেও রাজ্যে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটল শুভেন্দুরই কর্মসূচিতে।
Asansol Stampede: আসানসোলের ঘটনায় শুভেন্দুকে কড়া আক্রমণ তৃণমূলের, সাফাই বিজেপির
অভিষেকের টুইটের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই বলেন, ‘‘পুলিশের কাছে আগেই অনুমতি চাওয়া হয়েছিল। জানানো হয়েছিল, বিরোধী দলনেতা যাবেন। পুলিশ প্রশাসনের উচিত ছিল সব রকম বন্দোবস্ত করা। এখন পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার নিজেরদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধী দলনেতাকে নিশানা করছে।