৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবেন হাওড়া স্টেশন পরিদর্শনেও। প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে তাই শুক্রবার হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।
ভারতীয় রেলের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
Women T20 WC: দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে T20 বিশ্বকাপ, দল ঘোষণা বিসিসিআইয়ের
এই সময়ের মধ্যে যে সমস্ত ট্রেন ওই তিন প্ল্যাটফর্মে যাতায়াতের কথা ছিল, তা অন্য প্ল্যাটফর্মে দাঁড়াবে।
বাংলা সফরে এসে রাজ্যে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উদ্বোধন করবেন মোদী। ইতিমধ্যে দেশের অন্যান্য প্রান্তে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালু হয়ে গিয়েছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার এই ট্রেনটি বাংলায় উদ্বোধন হচ্ছে শুক্রবা।